Saturday 5 May 2007

শাওন তুমি গ্রামের ছেলে গ্রামে ফিরে যাও , শহরের সভ্য যান্ত্রিক সমাজে তোমার মতো ছেলে নোংরা আবর্জনা ছাড়া অন্য কিছু নও [পর্ব :৩ ]

ক্লাস ৪ এ পড়ার সময় বাবাকে ধরলাম ঘুড়ি বানিয়ে দিতে হবে । ঘুড়ো ওড়াবো । অন্যদিক থেকে মা'র চিল্লানী শুনলাম : "ঘুড়ি আর ঘুড়ির মালিক কেও রাতে বাসায় থাকতে পারবেনা । ঘুড়ো ওড়ায় কারা ? যারা পড়ালেখা করেনা , বিকাল না হতেই কপোতাক্ষর পাসে গিয়ে ঠাঠা রোদে ঘুড়ি ওড়ায় " । প্রতিটা জিনিসের একজন পক্ষে থাকবে আরেকজন বিপক্ষে থাকবেই । মা গেলো বিপক্ষে । বাবা খুব সাহসী বুক নিয়ে হাজির হলো আমার পাশে । খেয়ে না খেয়ে সেই ঘুড়ি বানানঅ হলো । বিশাল বড় লন্ঠন ঘুড়ি ।

টানটান উত্তেজন পরের দিন । আমাদের ছেড়ে আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর ছিলো সেই ঘুড়ি । সেই স্বপ্ন নিয়ে নীল আকাশে ওড়াল দিলো সে । এমন ওড়াল দিলো যে আর ফিরে এলোনা ।

ক্লাস ৫ এ উঠে সব থেকে মজার ঘটনা ঘটেছে । জীবনের প্রথম লাভ লেটার পড়তে পারার ঘটনা ।
প্রথম লাভ লেটার । বুক দুরু দুরু । হাতে নিয়ে প্রথম প্যারা শেষ করলাম এক দমে । পরের টুকু আর পড়িনি । মনের ভেতরে ভয় কাজ করতেছিলো তাই । তখনই ৫০ পয়সা দিয়ে ম্যাচ কিনে আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম ।

দ্বিতীয় লাভ লেটার । ঘরা বসে পড়তেছি , পাসে আমার মা জননী । জানালা অর্ধেক খোলা । অনেক্ষণ থেকেই লক্ষ্য করতেছিলাম ক্লাসের জয়ন্তী মেয়েটা আমাদের বাসার সামনে । হঠাৎ চিঠিটা এসে পড়লো আমার খাটে ।

যা হবার তাই হলো । প্রথম বারের মতই এবারও পড়া হলোনা জিনিসটা । দুপুরে ভাত খাওয়ার সময় বাবা মার হাসি ঠাট্টা শুনতে হলো । মা বললো : আগেও পেয়েছিস নাকি ? আমি দাত কেলিয়ে বলি : হু কিন্তু আগে ছিলো আরেকটা মেয়ে ।